পাসের হার ৩.১০ শতাংশ। ফেল করেছে ৯৭ শতাংশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পাসের হার ৩.১০ শতাংশ। ফেল করেছে ৯৭ শতাংশ। রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ভর্তি অফিসে এই ফল ঘোষণা করেন ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এসময় আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন ও ‘চ’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. আবুল বারাক আলভী, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. হাসিবুর রহমান। এ বছর ১৩৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ২২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে মাত্র ২২৬ জন। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে। উল্লেখ্য, গত ১৩ই সেপ্টেম্বর ক্যাম্পাসের ৭টি কেন্দ্রে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Comments