সিরিয়াতে আল কায়েদার শাখা নুসরা ফ্রন্ট বিমান হামলাকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ আখ্যায়িত করে অভিযানে অংশগ্রহণকারী পশ্চিমা ও আরব রাষ্ট্রের ওপর পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে

সিরিয়ায় আইএস যোদ্ধাদের ওপর মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর সামরিক অভিযানের পাল্টা জবাব দেয়ার হুমকি দিয়েছে আল-কায়েদা সংশ্লিষ্ট গ্রুপ নুসরা ফ্রন্ট। সিরিয়াতে আল কায়েদার শাখা নুসরা ফ্রন্ট বিমান হামলাকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ আখ্যায়িত করে অভিযানে অংশগ্রহণকারী পশ্চিমা ও আরব রাষ্ট্রের ওপর পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা। শনিবার অনলাইনে পোস্ট করা এক ভিডিওতে নুসরা ফ্রন্টের মুখপাত্র আবু ফিরাস আল সুরি আন্তর্জাতিক জোটভুক্ত রাষ্ট্রগুলোকে উদ্দেশ্য করে বলেছেন, এসব রাষ্ট্র ভয়াবহ পদক্ষেপ নিয়েছে। এবং তাদের এ পদক্ষেপ বিশ্বব্যাপী তাদের জিহাদি লক্ষ্যবস্তুর তালিকায় ফেলবে। আইএস বিরোধী মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে বাহরাইন, জর্ডান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত রয়েছে। সম্প্রতি যোগ দিয়েছে যুক্তরাজ্য। তবে তাদের অভিযান আপাতত শুধু ইরাকে সীমাবদ্ধ থাকবে। এদিকে পেন্টাগন জানিয়েছে, বিমান অভিযান সিরিয়ায় ৭টি আইএস লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে রয়েছে তুরস্ক সীমান্তবর্তী কুর্দি শহর কোবানে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, এসব হামলায় আইএস-এর একটি ভবন, দুটি সাজোয়া যান ধ্বংস হয়েছে। এছাড়া গতকালের হামলায় লক্ষ্যবস্তু ছিল ইউফ্রেটিস উপত্যকার রাকা শহর। এদিকে ইরাকে আইএস বিরোধী অভিযানে বৃটেনের পাশাপাশি যোগ দিয়েছে ফ্রান্স, নেদারল্যান্ড বেলজিয়াম ও ডেনমার্ক। প্রাথমিকভাবে তুরস্ক আইএস বিরোধী জোটে যোগ দিতে অসম্মতি জানালেও দেশটির প্রেসিডেন্ট রেসিপ তায়্যিপ এরদোগান বলেছেন, তুরস্ক আন্তর্জাতিক জোটে সামরিক ভূমিকা নিতে পারে। দৈনিক হুরিয়েতের একটি প্রতিবেদনে তিনি বলেছেন, ২রা অক্টোবর সরকার বিষয়টি নিয়ে সংসদে যাবে। এরপর প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে। এদিকে ইরানের স্থলবাহিনী কমান্ডার জেনারেল আহমাদ রেজা পুরদেস্তানাহাস বলেছেন, আইএস যদি তাদের সীমান্তের দিকে অগ্রসর হয় তাহলে তারাও হামলা চালাবে

Comments