গাজায় ইসরাইলিরা ‘গণহত্যা’ চালাচ্ছে বলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যে মন্তব্য করেছেন তাকে সত্য বলে মন্তব্য করেছেন ইসরাইলের খ্যাতিমান কবি নাথান জ্যাক।
গাজায় ইসরাইলিরা ‘গণহত্যা’ চালাচ্ছে বলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যে মন্তব্য করেছেন তাকে সত্য বলে মন্তব্য করেছেন ইসরাইলের খ্যাতিমান কবি নাথান জ্যাক। তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বক্তব্যকে ‘কুত্সাপূর্ণ’ বলে মন্তব্য করেছেন।
ইসরাইলের আর্মি রেডিওতে এক সাক্ষাত্কারে নাথান বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন তা কুত্সাপূর্ণ কিন্তু আব্বাস ‘সত্য বলেছেন’।
জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞকে গণহত্যা বলে মন্তব্য করেন আব্বাস। এরপর নেতানিয়াহু তার ভাষণে ফিলিস্তিনের কড়া সমালোচনা করেন। এমনকি তিনি স্বচ্ছ নির্বাচনে গাজায় ক্ষমতায় আসা হামাসকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সাথে তুলনা করেন।
ইসরাইলি আগ্রাসনে হত্যাযজ্ঞকে গণহত্যা বলে আব্বাস যে মন্তব্য করেছেন সে ব্যাপারে জানতে চাইলে নাথান বলেন, ‘আব্বাস গণহত্যা সম্পর্কে যে কথা বলেছেন ইসরাইলি রাজনীতিকরা তো আরো খারাপ কথা বলেছেন, অন্তত এর চেয়ে কম খারাপ তো কিছু বলেননি।’
তিনি বলেন, ‘একটি লোক এক বছর ধরে অর্থহীন আলোচনা চালিয়ে যাবার পর তার মধ্যে যে ক্ষোভের জন্ম হয় তাতে এ ধরনের কার্যকর কথাই তো বলবেন। আব্বাসের মতে এটা গণহত্যা অথবা ছোট আকারের গণহত্যা।’
তিনি গাজা সংলগ্ন এলাকায় যেসব ইসরাইলি বসবাস করে তাদের বুদ্ধিমত্তা নিয়েও প্রশ্ন তোলেন।
‘এই মানচিত্রের দিকে তাকান, দেখবেন ক্ষুদ্র, দুর্ভাগা গাজাকে তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। এখানে এতো স্থান কেন? নেগেভ তো বড় এলাকা। গণহত্যা নয়, তাদেরকে ভালোবাসা দিয়ে ঘিরে রাখুন’, বলেন নাথান।
তেলআবিতে ফিলিস্তিনিদের রকেট হামলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তেলআবিবে থাকলে আমিও তো রকেট হামলার শিকার হতে পারতাম। কাজেই এটা হতেই পারে। যুদ্ধ তো যুদ্ধই। অন্য দেশগুলোতে ইহুদিরা এর চেয়ে অনেক খারাপ পরিস্থিতি সহ্য করেছে।’ আরটিএনএ
ইসরাইলের আর্মি রেডিওতে এক সাক্ষাত্কারে নাথান বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু যে বক্তব্য দিয়েছেন তা কুত্সাপূর্ণ কিন্তু আব্বাস ‘সত্য বলেছেন’।
জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞকে গণহত্যা বলে মন্তব্য করেন আব্বাস। এরপর নেতানিয়াহু তার ভাষণে ফিলিস্তিনের কড়া সমালোচনা করেন। এমনকি তিনি স্বচ্ছ নির্বাচনে গাজায় ক্ষমতায় আসা হামাসকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সাথে তুলনা করেন।
ইসরাইলি আগ্রাসনে হত্যাযজ্ঞকে গণহত্যা বলে আব্বাস যে মন্তব্য করেছেন সে ব্যাপারে জানতে চাইলে নাথান বলেন, ‘আব্বাস গণহত্যা সম্পর্কে যে কথা বলেছেন ইসরাইলি রাজনীতিকরা তো আরো খারাপ কথা বলেছেন, অন্তত এর চেয়ে কম খারাপ তো কিছু বলেননি।’
তিনি বলেন, ‘একটি লোক এক বছর ধরে অর্থহীন আলোচনা চালিয়ে যাবার পর তার মধ্যে যে ক্ষোভের জন্ম হয় তাতে এ ধরনের কার্যকর কথাই তো বলবেন। আব্বাসের মতে এটা গণহত্যা অথবা ছোট আকারের গণহত্যা।’
তিনি গাজা সংলগ্ন এলাকায় যেসব ইসরাইলি বসবাস করে তাদের বুদ্ধিমত্তা নিয়েও প্রশ্ন তোলেন।
‘এই মানচিত্রের দিকে তাকান, দেখবেন ক্ষুদ্র, দুর্ভাগা গাজাকে তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। এখানে এতো স্থান কেন? নেগেভ তো বড় এলাকা। গণহত্যা নয়, তাদেরকে ভালোবাসা দিয়ে ঘিরে রাখুন’, বলেন নাথান।
তেলআবিতে ফিলিস্তিনিদের রকেট হামলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, তেলআবিবে থাকলে আমিও তো রকেট হামলার শিকার হতে পারতাম। কাজেই এটা হতেই পারে। যুদ্ধ তো যুদ্ধই। অন্য দেশগুলোতে ইহুদিরা এর চেয়ে অনেক খারাপ পরিস্থিতি সহ্য করেছে।’ আরটিএনএ
Comments
Post a Comment