সাধারণ জ্ঞানের যে কোন পরীক্ষার জন্য ?
১) বর্তমান
সৌরজগতের মোট উপ গ্রহ কয় টি ?
৪৯ টি
২) সবচেয়ে বড় গ্রহ
কোনটি ?
বৃহস্পতি
৩) সবচেয়ে ছোট গ্রহ কোনটি ?
বুধ
৪) সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি ?
বুধ
৫) সূর্যের নিকটতম গ্রহ কোনটি ?
বুধ
৬) পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি ?
শুক্র
৭) কোন গ্রহের উপগ্রহ নেই ?
বুধ ও শুক্র
8) কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি ?
শনি ( ২২ টি )
৯) বুধ কতদিনে সূর্যকে প্রদক্ষিন করে ?
৮৮ দিনে
১০) বুধের ব্যাস কত ?
৪৮৫০ কিমি
১১) পৃথিবী থেকে শুক্রের দূরত্ব কত ?
৪০৩ কোটি কিমি
১২) শুক্রের ব্যাস কত ?
১২১০৪ কিমি
১৩) শুক্র কত দিনে সূর্যকে প্রদক্ষিন করে ?
২২৫ দিনে ?
১৪) শুক্র কি নামে পরিচিত ?
শুকতারা
১৫) পৃথিবী কতদিনে সূর্যকে প্রদক্ষিন করে ?
৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮
মিনিট ৪৭ সেকেন্ড
১৬) পৃথিবীর ব্যাস কত
?
প্রায় ১২৬৬৭ কিমি
১৭) চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত ?
৩৮৪,০০০ কিমি
১৮) চাঁদের ব্যাস কত ?
২১৬০ মাইল
১৯) পৃথিবী হতে
সূর্যের দূরত্ব কত ?
৭.৭ কোটি কিমি
২০) বৃহস্পতি সূর্যকে
একবার প্রদক্ষিন করতে কত সময় লাগে ?
৪,৩৩৩ দিন
২১) বৃহস্পতির কয় টি
উপগ্রহ আছে ?
১৬ টি
২২) সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব
কত ?
প্রায় ১৪ কোটি ৮৮
লাখ বর্গ কিমি
২৩) সূর্য থেকে
পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে ?
৮ মিনিট ২০
সেকেন্ড
২৪) কোন গ্রহের হাজার
হাজার বলয় আছে ?
শনি গ্রহের
২৫) ইউরেনাস কত সালে
আবিস্কার হয় ?
১৭৮১ সালে
২৬) কে ইউরেনাস
আবিস্কার করে ?
উলিয়াম হারশেস
২৭) উলিয়াম প্রধানত কি গ্যাস দিয়ে তৈরি ?
মিথেন
২৮) ইউরেনাস এর ব্যাস কত ?
৪৯,০০০ কিমি প্রায়
২৯) সূর্য থেকে ইউরেনাসের
গড় দূরত্ব কত ?
২৮৭ কোটি কিমি
৩০) ইউরেনাস সূর্যকে প্রদক্ষিন করতে কত সময় লাগে ?
৮৪ বছর
৩১) ইউরেনাসের কয় টি উপগ্রহ আছে ?
৫ টি
৩২) কত সালে নেপচুন আবিস্কার হয় ?
১৮৪৬ সালে
৩৩) নেপচুন কত দিনে
সূর্য কে প্রদক্ষিন করে ?
১৬৫ বছরে
৩৪) নেপচুনের উপগ্রহ কয়টি ?
২ টি
৩৫) সূর্যের সবচে দূরে কোন গ্রহ ?
প্লুটো
৩৬) প্লুটোর ব্যাস কত ?
৫৯১০ কিমি
৩৭) প্লুটো কয় দিনে সূর্যকে প্রদক্ষিন করে ?
২৮৪ বছর
৩৮) প্লুটো আবিস্কার কত সালে ?
১৯৩১ সালে
৩৯) আকাশে উজ্জলতম নক্ষত্রর নাম কি ?
লুব্ধক
৪০) সবুজ গ্রহের নাম কি/
ইউরেনাস
৪১) পুরুসাক্ক্রিত
নক্ষত্রর নাম কি ?
কাল পুরুষ
৪২) হ্যালির ধুমকেতু শেষ কত সালে দেখা গিয়েছিল ?
১৯৮৬ সালে
৪৩) কত বছর পর পর হ্যালির ধুমকেতু দেখা যায় ?
৭৬ বছর পর পর
৪৪) গেলাক্সির খুদ্র
নাম কি ?
ছায়া পথ
৪৫) পপৃথিবীর ছারদিকে
একবার ঘুরে আসতে চাঁদের কত সময় লাগে ?
সাড়ে ২৯ দিন
৪৬) নিজ কক্ষ পথে ঘুরে
আসতে ব্রিহস্পতির কত সময় লাগে ?
৯ ঘণ্টা ৫৩ মিনিট
৪৭) সূর্যের উপাদান কি
কি ?
হাইদ্দ্রজেন ৮১.৭
%, হিলিয়াম ১৮.১৭%, অন্যান্য গ্যাস
৪৮) পৃথিবীর চেয়ে
চাঁদে কন জিনিসের ওজন কত ?
ছয় ভাগের এক ভাগ
৪৯) শুক্রের আকাশে
সূর্য কউ বার অস্ত যায় ?
২ বার
৫০) ব্রিহস্পতিতে কয়
ঘণ্টা রাত কয় ঘণ্টা দিন ?
৫ ঘণ্টা
৫১) লাল গ্রহ কাকে বলে
?
মঙ্গল
৫২) সবচে বড় নক্ষত্রেরের
নাম কি ?
মিউ সাকাই
৫৩) সবচে ভারি নক্ষত্রেরের নাম কি ?
ইটা কেরিনি
৫৪) মঙ্গল গ্রহের সবচে বড় পর্বতের নাম কি ?
আলাম্পসম্নছ
খুব ভালো
ReplyDeletewelcome
DeleteThanks
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete