তাদের কালো থাবা থেকে এদেশের আলেম-ওলামা, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ কোনো শ্রেণি পেশার মানুষই নিরাপদ নয়।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির মাওলানা আবদুল হালিমকে গ্রেফতার করে রিমান্ডে নেয়ার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত।
রোববার সকাল ৮টায় রাজধানীর রামপুরা এলাকায় ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য ড.রেজাউল করিম, জামায়াত নেতা কামাল উদ্দিন, শিবির নেতা আতাউর সরকার, মো: শরিফ হোসেন প্রমুখ।
একই দাবিতে রাজধানীর মিরপুর এলাকায় জামায়াতের ঢাকা মহানগর সহকারী সেক্রেটারী মো: মোবারক হোসাইনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে অবিলম্বে মাওলানা আবদুল হালিমকে মুক্তি দেয়ার দাবি জানান নেতাকর্মীরা।
অপর একটি বিক্ষোভ মিছিল পল্লবী থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তসলিম। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, পলস্নবী থানা আমির আব্দুস সালাম, ধানমন্ডি আমির অ্যাডভোকেট জসিম উদ্দীন তালুকদার, রূপনগর আমির আবদুল্লাহ আল মাহমুদ, ভাষানটেক আমির সোলাইমান হোসেন, সেক্রেটারি আলাউদ্দীন মোল্লা, কাফরুল সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল করিম, পল্লবী সেক্রেটারি আশরাফুল ইসলাম, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি তামীম আহমদ, সেক্রেটারি স্বপন প্রমূখ।
উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে অসুস্থ মাকে দেখে স্ত্রীসহ ঢাকা ফেরার পথে ২৫ সেপ্টেম্বর রাজধানীর খিলক্ষেত থানা পুলিশ মাওলানা আবদুল হালিমকে গ্রেফতার করে।
সরকারের দমন-পীড়ন সীমা ছাড়িয়ে গেছে : সেলিম উদ্দিন
সরকারের দমন-পীড়ন সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মো. সেলিম উদ্দিন।
রোববার সকালে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী নায়েবে আমির মাওলানা আবদুল হালিমের গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে রাজধানীর রামপুরায় অনুষ্ঠিত এক বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তাদের কালো থাবা থেকে এদেশের আলেম-ওলামা, বুদ্ধিজীবী, সাংবাদিকসহ কোনো শ্রেণি পেশার মানুষই নিরাপদ নয়। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম একজন বিশিষ্ট আলেমেদ্বীন। তিনি একজন নিরাপরাধ মানুষ। কিন্তু বর্তমান ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষে তাকে অন্যায়ভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়েছে। শুধু জামায়াতে ইসলামী করার কারণেই সরকার তাকে গ্রেফতার করে তার উপর রিমান্ডের নামে নির্যাতন চালাচ্ছে। অবিলম্বে মাওলানা আবদুল হালিমকে মুক্তি না দিলে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তুলা হবে।
এসময় তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দমন-পীড়ন চালিয়ে জনগণের গণআন্দোলন দমন করা যাবে না। জুলুমবাজ সরকারের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষায় সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
মিছিল-সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা আমির ড. রেজাউল করিম, জামায়াত নেতা অধ্যাপক কামাল উদ্দিন, সালাউদ্দিন ও শিবির নেতা শামীম।
গাজীপুরে জামায়াতের বিক্ষোভ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবদুল হালিমকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে রোববার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর সদর শাখা জামায়াত।
বিক্ষোভে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার রাজনৈতিক সম্পাদক খাইরুল হাসান, জামায়াতের গাজীপুর জেলার আইন সম্পাদক হোসেন আলী, গাজীপুর মহানগরী সভাপতি ফুয়াদ হাসান পল্লব, গাজীপুর জেলা শিবির সভাপতি নুনলি ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।

Comments