স্বল্প আকৃতির স্কার্ট ছেড়ে পরবেন ইসলামিক পোশাক

প্রেমিকের জন্য পৈতৃক খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছে বেলজিয়ামের এক বিউটি কুইন। লিন্ডসে ভ্যান গাল নামের ওই সুন্দরী ২০১২ সালে দেশটির সুন্দরী প্রতিযোগিতার অন্যতম প্রতিযোগী ছিলেন।
ধর্ম পরিবর্তনের অংশ হিসেবে ভ্যান গাল নাম ছেড়ে নতুন নাম হয়েছে তার আয়িশা। অনেক পুরুষের ঘুম কেড়ে নেয়া ভ্যান গাল শুধু ধর্মই পাল্টাননি, সেইসঙ্গে পাল্টে নিজের খোলস পাল্টানোর ঘোষণাও দিয়েছেন। ইসলামিক নিয়মে চলার পাশাপাশি কাপড় চোপড়ও পাল্টে ফেলবেন। স্বল্প আকৃতির স্কার্ট ছেড়ে পরবেন ইসলামিক পোশাক। এছাড়াও ছেড়েছেন মদ, শূকরের মাংস্ব।
বেলজিয়াম ওই সুন্দরীর জীবনে এতসব পরিবর্তনের কারণ হলো দেশটির এক মুসলিম ফুটবলার। মামুতু এনদায়া নামের ওই ফুটবলারকে বিয়ে করার জন্যই ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি। অবশ্য পোশাক-আশাকে ইসলামিক নিয়ম-কানুন মেনে চললেও এখনো সুন্দরী প্রতিযোগিতায় তার উপস্থিতি লক্ষ্য করা যায়।

Comments