ইসরাইলি সেনাপ্রধান বেনি গানযকে টার্গেট
আবু খলিল বলেন, তারা শুক্রবার সকালে গোয়েন্দা তথ্য পেয়েছিলেন ওই দিন রাতে যে গানয এবং ইসরাইলি সেনাবাহিনীর আরো কয়েকজন পদস্থ কর্মকর্তা নাহল ওজ সামরিক ঘাঁটি পরিদর্শনে যাবেন।
তিনি জানান, তারা খবর পাওয়ার সাথে সাথে ইসরাইলি সামরিক কর্মকর্তাদের গাড়িবহরকে টার্গেট করতে তাদের মর্টার ইউনিটকে প্রস্তুত করেন। তারা ওই বহর লক্ষ করে কাসেম মর্টার ও স্বল্প পাল্লার রকেটও নিক্ষেপ করেছিলেন। ওই হামলার পর হামাস যোদ্ধারা দেখতে পান, ইসরাইলি সামরিক স্টাফদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ‘আমরা মনে করেছিলাম যে এতে ইসরাইলি চিফ অব স্টাফ আহত হয়েছেন।’ পরের দিন ইসরাইলি সরকার ওই হামলার খবর প্রকাশ করলেও তা নিয়ে আলোচনা না করার নির্দেশও জারি করে। ইসরাইলি মিডিয়া ঘোষণা করে, গানযের সফরের সময় নাহল ওজ আক্রান্ত হয়েছিল।
কাসেম ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলি পদস্থ সামরিক কর্মকর্তাদের ওপর আগেও কয়েকবার হামলা চালানো হয়েছিল।
এতে বলা হয়, হামাসের হামলার মুখে ইসরাইলি সেনাবাহিনীর দক্ষিণাংশের কমান্ডার সামি তেরুগম্যান সুরক্ষিত কক্ষে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।
বিবৃতিতে বলা হয়, ইসরাইলি এলিট ইউনিট গোলানির শীর্ষ কর্মকর্তাও কাসেম যোদ্ধাদের হামলায় আহত হয়েছিলেন
Comments
Post a Comment