আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম শওকত আলীর বাড়িতে ভাড়া থাকতেন

ফারুকীর হত্যাকাণ্ডের রহস্য তিন দিনেও উন্মোচন করতে পারেনি তদন্ত সংশ্লিষ্টরা। তবে হত্যাকাণ্ডের আগে ফারুকীর বাসায় আসা সেই রহস্যময়ী নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সেই রহস্যময়ী মাহমুদা আক্তারকে দিয়েই তদন্ত শুরু করতে চায় সংশ্লিষ্টরা। গতকাল শনিবার চাঞ্চল্যকর এ মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর করা হয়েছে। গোয়েন্দারা জানিয়েছেন, মাহমুদা আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর কিছু তথ্য পাওয়া গেছে। সন্দেহভাজন আসামিদের ধরতে ঢাকাসহ দেশের একাধিক স্থানে অভিযান চালানো হচ্ছে। রহস্যময়ী নারী মাহমুদা নারায়ণগঞ্জের ভাড়া বাসা থেকে হঠাৎ করেই সাত-আট দিনের জন্য উধাও হয়ে যেতেন। ফারুকীর বাসা ছাড়াও বিভিন্ন মতাদর্শের লোকজনের সাথে মাহমুদার নিয়মিত যোগাযোগ ছিল বলে জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। সন্দেহভাজন আসামিদের ধরতে গত শনিবার রাতে কুমিল্লাসহ একাধিক স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। মাহমুদার সাথে যোগাযোগ থাকায় গ্রেফতার হয়েছেন স্থানীয় দর্জি শরীফ মিয়া। 
এ দিকে গতকাল বেলা ১১টায় নামাজে জানাজা শেষে ফারুকীর লাশ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ের পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে আজ রোববার সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করবে ইসলামী ছাত্রসেনা। 
গত বুধবার রাত সোয়া ৯টার দিকে ১৭৪ নম্বর পূর্ব রাজাবাজারের নিজ বাসায় ঢুকে স্ত্রী ও স্বজনদের আটকে রেখে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। ওই রাতেই ছেলে ফয়সাল ফারুকী বাদি হয়ে অজ্ঞাত সাত-আটজনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। ফারুকীকে খুন করে বাসা থেকে ছয় লাখ তিন হাজার টাকা লুট হওয়ার অভিযোগ আনা হয়েছে মামলায়।
পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, গতকাল সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাসা থেকে মাহমুদাকে গ্রেফতার করা হয়েছে। তিনি রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালি গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম শওকত আলীর বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী নেই। তাদের গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলাতে। মাহমুদার সাথে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ থাকায় স্থানীয় দর্জি শরীফ মিয়াকে গ্রেফতার করা হয়। 
তিনি আরো বলেন, গ্রেফতার হওয়া মাহমুদা হত্যাকাণ্ডের আগে ফারুকীর বাসায় গিয়েছিলেন। তবে ফারুকীর বাসায় গিয়ে তিনি নিজেকে আসমা বলে পরিচয় দেন। তার বক্তব্যে অসংলগ্নতা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যাচাই-বাছাই করা হচ্ছে। মাহমুদাকে নিহত পরিবারের সদস্যদের সামনে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে। 
তদন্ত কর্মকর্তারা বলছেন, মাহমুদা আক্তার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তবে তিনি একেক সময় একেক কথা বলছেন। তার দেয়া তথ্যমতে সন্দেহভাজন আসামিদের ধরতে ঢাকাসহ সারা দেশের একাধিক স্থানে অভিযান চালানো হচ্ছে। শুক্রবার রাতে কুমিল্লায় অভিযান চালানো হয়। 
ওই বাসার বর্তমান মালিক গোলাম মোস্তফা জানান, মাহমুদা আক্তার একজন পর্দানশীন মহিলা। মাওলানা ফারুকীর বাসায় তার নিয়মিত যাতায়াতের ব্যাপারটি তিনি জানতেন। তিনি প্রায়ই ঢাকায় চলে যেতেন, আবার সাত-আট দিন পরে বাসায় ফিরতেন। তবে তার বাসায় কোনো অপরিচিত লোক আসতে দেখেননি। তার ছেলে মঞ্জুর হোসেন রূপগঞ্জের আফগানিস্তানের নাগরিক দাউদ মাসুদের মালিকানাধীন পাকিস্তানি মিল এসিএস টেক্সটাইল মিলে প্রকৌশলী হিসেবে কর্মরত

Comments