চ্যালেঞ্জে মাতলেন বিশ্ববিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং


সহকর্মী পদার্থবিদ নেইল ডিগ্রাস টাইসনের নমিনেশনে আইস বাকেট চ্যালেঞ্জে মাতলেন বিশ্ববিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং।

দুরারোগ্য মোটর নিউরন রোগে আক্রান্ত হকিং নিজেকে অবশ্য বরফ জলে ভেজাননি। তার মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। তাই বরফ জলে নিজেকে ভেজানো মোটেও স্বাস্থ্যকর নয়। তাই নিজের তিন সন্তান লুসি (৪৪), টিমোথি (৩৫) ও রবাটর্ (৪৭) তার হয়ে বরফ জলে ভেজেন। 

চলতি সপ্তাহে ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন হকিং। সেখানে তিনি বলেন, যেহেতু আমার নিউমোনিয়া আছে তাই আমার হয়ে আমার তিন সন্তান স্ব-ইচ্ছায় আইস বাকেট চ্যালেঞ্জ নিচ্ছে।

৭২ বছরের এই পদার্থবিদ বলেন,  এএলএসে আক্রান্তদের পাশে থাকতে আমি আইস বাকেট চ্যালেঞ্জকে সমর্থন করি।

তিনি বলেন, এই রোগে আক্রান্তদের পাশে থাকতে আপনারাও ‘এমএনডিএ’কে সাহায্য করুন।

সূত্র : কলকাতা২

Comments