Skip to main content
দুইপায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়
সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় এক শিবির নেতার দুই পায়ে বন্দুক
ঠেকিয়ে গুলি করেছে পুলিশ বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সকালে উপজেলার জুগিবাড়ি
এলাকায় ঘটে এ ঘটনা। গুলিবিদ্ধ শিবির নেতার নাম সামসুল আলম বুলবুল (৩২)।
তিনি উপজেলা শিবিরের সাবেক সভাপতি ছিলেন। বুলবুল জানান, তাকে গতকাল রাতে
গাজনা এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর
সকালে জুগিবাড়ি এলাকায় নিয়ে তার দুইপায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়। তবে
কলারোয়া থানার ওসি জানিয়েছেন, বুলবুলসহ শিবির কর্মীরা গোপন মিটিং করছিলো।
এমন সংবাদ পেয়ে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে
গুলি চালায় শিবির কর্মীরা। পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হন
বুলবুল। বুলবুলকে পুলিশ হেফাজতে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া
হচ্ছে।
Comments
Post a Comment