যুক্তরাষ্ট্রের তরুণ ইহুদিদের সমর্থন কমছে
আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (এআইপিএসি) যুক্তরাষ্ট্রের একটি
লবিং গ্রুপ। ইসরাইলের পক্ষে পলিসি নির্ধারণে মার্কিন কংগ্রেস ও নির্বাহী
বিভাগে বেশ প্রভাবশালী এই সংস্থা। এ সংস্থার প্রচেষ্টায় ইসরাইলকে
বিভিন্নভাবে অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। সাম্প্রতিককালে গাজায়
ইসরাইলি হামলার বিরুদ্ধে সারা বিশ্ব যখন সরব, তখনও হোয়াইট হাউজের সাথে
ইসরাইলি প্রধানমন্ত্রীর সখ্যতা চোখে পড়ার মতো। এআইপিএসি’র এত সফলতার পরেও
ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের তরুণ ইহুদিদের সমর্থন কমছে।
এ লবিস্ট গ্রুপটি হামাসের বিরুদ্ধে ইসরাইলের সেনা অভিযানকে সরাসরি সমর্থন দিয়েছে। কিন্তু মার্কিন তরুণ ইহুদিদের বড় একটি অংশ এ অভিযানকে সমর্থন করেননি। ৩০ বছরের নিচের মাত্র ২৫ শতাংশ ইহুদি গাজা হামলাকে বৈধতা দিয়েছে। এতে হামাসের বিরুদ্ধে ইসরাইলি সেনা অভিযানের ব্যাপারে তরুণ ইহুদিদের অনিচ্ছার বিষয়টিই ফুঁটে উঠেছে।
রাব্বি জিল জ্যাকব নামে এক ইহুদি তরুণ বলেন, ২০ থেকে ৩০ বয়সী অনেক ইহুদিকে আমি চিনি। যারা মনে করেন, ইসরাইল সঠিক কাজ করছে না। তারা ইসরাইলকে কোনো টাকা পয়সা দিতেও নারাজ। তারা বলেন- আমি এদেশে বসে বেশ ভালোভাবে ধর্ম পালন করছি। আমরা কেন মধ্যপ্রাচ্যের ওই দেশটিকে সমর্থন করবো? ওই দেশটিতো ইহুদিদের প্রতিনিধিত্ব করে না।
শিমন পেরেজ বলেন, নির্দিষ্ট বয়সী কিছু লোকের ওপর এআইপিএসি’র বেশ প্রভাব থাকলেও তরুণদের মধ্যে এর প্রভাব অনেক দুর্বল।
মজার ব্যাপার হলো, অধিকাংশ মার্কিন ইহুদি ডেমোক্র্যাটদের বামপন্থী মনে করে তাদেকে ভোট দেন। কিন্তু এবারের গাজাযুদ্ধে ইসরাইলের প্রতি বেশি সহানুভূতিশীল মনে হচ্ছে ধর্মীয় ও রাজনৈতিক ‘চরমপন্থী’ রিপাবলিকানদেরকেই।
এ লবিস্ট গ্রুপটি হামাসের বিরুদ্ধে ইসরাইলের সেনা অভিযানকে সরাসরি সমর্থন দিয়েছে। কিন্তু মার্কিন তরুণ ইহুদিদের বড় একটি অংশ এ অভিযানকে সমর্থন করেননি। ৩০ বছরের নিচের মাত্র ২৫ শতাংশ ইহুদি গাজা হামলাকে বৈধতা দিয়েছে। এতে হামাসের বিরুদ্ধে ইসরাইলি সেনা অভিযানের ব্যাপারে তরুণ ইহুদিদের অনিচ্ছার বিষয়টিই ফুঁটে উঠেছে।
রাব্বি জিল জ্যাকব নামে এক ইহুদি তরুণ বলেন, ২০ থেকে ৩০ বয়সী অনেক ইহুদিকে আমি চিনি। যারা মনে করেন, ইসরাইল সঠিক কাজ করছে না। তারা ইসরাইলকে কোনো টাকা পয়সা দিতেও নারাজ। তারা বলেন- আমি এদেশে বসে বেশ ভালোভাবে ধর্ম পালন করছি। আমরা কেন মধ্যপ্রাচ্যের ওই দেশটিকে সমর্থন করবো? ওই দেশটিতো ইহুদিদের প্রতিনিধিত্ব করে না।
শিমন পেরেজ বলেন, নির্দিষ্ট বয়সী কিছু লোকের ওপর এআইপিএসি’র বেশ প্রভাব থাকলেও তরুণদের মধ্যে এর প্রভাব অনেক দুর্বল।
মজার ব্যাপার হলো, অধিকাংশ মার্কিন ইহুদি ডেমোক্র্যাটদের বামপন্থী মনে করে তাদেকে ভোট দেন। কিন্তু এবারের গাজাযুদ্ধে ইসরাইলের প্রতি বেশি সহানুভূতিশীল মনে হচ্ছে ধর্মীয় ও রাজনৈতিক ‘চরমপন্থী’ রিপাবলিকানদেরকেই।
Comments
Post a Comment