দেশে গড়ে প্রতিমাসে ৩৫৫ জন মানুষ নিহত হচ্ছে

সরকার অবৈধভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান। আর সে কারণেই দেশের মানুষ নিরাপত্তাহীন অবস্থায় আতঙ্কের মধ্যে বসবাস করছে।
জামায়াতের দাবি, জনগণের নিরাপত্তা বিধানে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় বর্তমানে দেশে গড়ে প্রতিমাসে ৩৫৫ জন মানুষ নিহত হচ্ছে। গড়ে প্রতিদিন ১২ জন। এ তথ্য থেকেই বোঝা যাচ্ছে যে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কী ভয়াবহ অবনতি ঘটেছে।
শুক্রবার দুপুরে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করে জামায়াতে ইসলাম। বৃহস্পতিবার রাতে রাজধানীর সোনালীবাগের একটি বাসায় সশস্ত্র সন্ত্রাসী দুর্বৃত্তরা ঢুকে তিন জনকে গুলি করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এ বিবৃতি দেয়া হয়।
বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান সরকার গত ৫ জানুয়ারি পেশিশক্তির বলে ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা দখল করার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দেশে হত্যা, গুম, অপহরণ, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি অবাধে চলছে। সরকার অন্যায়, অযৌক্তিক ও অপ্রয়োজনীয়ভাবে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাগত দায়িত্ব পালন করতে না দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিরোধীদলকে দমন করার কাজে ব্যবহার করার কারণেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দেশে প্রতিদিনই হত্যা, খুন, অপহরণ, ধর্ষণের ঘটনা সংঘটিত হচ্ছে। সারাদেশে যে লোমহর্ষক হত্যাকাণ্ড ও খুনের ঘটনা ঘটছে তারই অংশ গত ২৮ আগস্ট রাতে ঢাকা মহানগরীর রমনা থানার সোনালীবাগে সংঘটিত ৩ জনকে খুনের ঘটনা।
জামায়াতের এ মুখপাত্র বলেন, ‘সরকার অবৈধভাবে জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। দেশের মানুষ নিরাপত্তাহীন অবস্থায় আতঙ্কের মধ্যে বসবাস করছে। দেশের জনগণের নিরাপত্তা বিধানে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশে গড়ে প্রতিমাসে ৩৫৫ জন মানুষ নিহত হচ্ছে। গড়ে প্রতিদিন ১২ জন। এ তথ্য থেকেই বোঝা যাচ্ছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কী ভয়াবহ অবনতি ঘটেছে।’

Comments