হামাসের রকেট
ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রকেটের ভয়ে ইসরাইলে আসা কানাডার একটি বিমান আকাশে ঘোরাঘুরি করতে বাধ্য হয়েছে। গত শুক্রবার সকালে টরেন্টো থেকে আসা এয়ার কানাডার একটি বিমান এ ঘটনার মুখোমুখি হয়। তেল আবিব বিমানবন্দরের আট কিলোমিটার আগে থাকতে এসি৮৪ ফ্লাইটের পাইলটকে বিমান না নামানোর নির্দেশ দেয়া হয় ইসরাইলের ট্রাফিক কন্ট্রোল থেকে। সে সময় বলা হয়, হামাসের রকেট আসছে একটু দেরি করে নামতে হবে। ইসরাইলের নিয়ন্ত্রণ কক্ষের এ নির্দেশের কারণে এয়ার কানাডার ওই বিমানটি ১০ মিনিট দেরি করে তেল আবিব বিমানবন্দরে নামে। এ খবর নিশ্চিত করেছেন এয়ার কানাডার নারী মুখপাত্র ইসবেলা আর্থার। এ ব্যাপারে হামাস বলেছে যে তাদের যোদ্ধারা তেল আবিব বিমানবন্দর লক্ষ্য করে রকেট ছুড়েছেন। তারা ওই বিমানবন্দর লক্ষ্য করে পরপর দুটি রকেট এবং একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানা না গেলে এই হামলার ফলে ইসরাইলিদের মধ্যে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে। একই সাথে এ ধরনের আকস্মিক রকেট হামলার ভয়ে পড়েছে পাশ্চত্যের যাত্রীবিমানগুলোও। অনেক বিমান এখন তেল আবিবের এই বিমানবন্দরে অবতরণ করছে না। ইসরাইলের সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে, গাজা থেকে ছোড়া দুটি রকেট তারা ভূপাতিত করেছে। অবশ্য তাদের এই দাবির সত্যতা যাচাই করা তাৎক্ষণিকভাবে সম্ভব হয়নি। এর আগে হামাসের রকেট হামলার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশ কয়েকটি দেশ ইসরাইলে তাদের বিমানের ফ্লাইট অন্তত ৪৮ ঘণ্টার জন্য বাতিল করতে বাধ্য হয়। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক মনে হলে সেখানে আবার বিমান অবতরণ শুরু করতে দেখা দেয় বিপত্তি। আবার শুরু হয় হামাসের রকেট হামলা। ওয়েবসাইট।
Comments
Post a Comment