ইসরাইলি বাহিনীর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চলছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন বলেছেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ চলছে। ঘাতকদের বুলেটের লক্ষ্য থেকে রেহাই পাচ্ছে না নিরাপরাধ নারী ও শিশুরা। ইসরাইলী হায়েনারা গাজার হাসপাতালগুলোকেও আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ফলে অগণিত মানুষ শাহাদত বরণ করছেন। আহত হচ্ছে হাজার হাজার মানুষ। ক্রমেই লাশের সারি দীর্ঘ হচ্ছে। তিনি অবিলম্বে গাজায় হামলা বন্ধ ও গণহত্যা বন্ধে, জাতিসংঘ, ও আই সি ও আরব লীগসহ বিশ্বসংস্থা ও বিশ্ববাসীকে সোচ্চার ভূমিকা পালনের আহবান জানান।
তিনি বৃহস্পতিবার রাজধানীতে দেশব্যাপী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী আয়োজিত ফিলিস্তিনে অব্যাহতভাবে ইসরাইলিদের গণহত্যা ও ববর্রতার প্রতিবাদে এবং ফিলিস্তিনি বন্দিদের নিঃশর্ত মুক্তি ও জাতিসংঘের পক্ষ থেকে ফিলিস্তিনকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে একথা বলেন।
বিক্ষোভ মিছিলটি সিটি কলেজ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলাবাগানে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মু. রেজাউল করিম, ঢাকা মহানগীর কর্মপরিষদ সদস্য এ এস এম আলাউদ্দীন, মাওলানা দেলাওয়ার হোসাইন, হাজারীবাগ থানা আমীর শেখ শরীফ উদ্দীন আহমদ, কলাবাগান আমীর মোশাররফ হোসাইন, মিরপুর পশ্চিম আমীর মাহফুজুর রহমান, পল্লবী থানা আমীর আব্দুস সালাম, ভাষানটেক আমীর সোলাইনমান হোসেন, মোহাম্মদপুর আমীর জিয়াউল হাসান, ধানমন্ডি আমীর অ্যাডভোকেট জসিম উদ্দীন তালুকদার, নিউমার্কেট আমীর অধ্যাপক নূর নবী মানিক, রূপনগর আমীর আব্দুল্লাহ আল মাহমুদ, মিরপুর পূর্বের ভারপ্রাপ্ত আমির জসিম উদ্দীন, শিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সভাপতি মুজাহিদুল ইসলাম ও ঢাকা কলেজ সভাপতি নাজিম উদ্দীন প্রমুখ।
সেলিম উদ্দীন বলেন, ইসরাইলী ববর্রতায় গাজা উপত্যকা এখন মৃত্যুৗ উপত্যকায় পরিণত হয়েছে। হামলা চালানো হচ্ছে আকাশ ও স্থলপথে। ঘাতকদের আক্রমণের লক্ষ্যবস্তুই হলো বেসামরিক জনপথ ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো। এ পর্যন্ত শহীদদের প্রায় সকলেই বেসামরিক লোক। ফলে গাজা উপত্যকায় সীমাহীন মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মূলত ইসরাইলি ঘাতকরা ফিলিস্তিনিদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করে তাদেরকে নিজ পিতৃভূমি থেকে উত্খাত করে নিজেদের দখলদারিত্ব কায়েম করতে চায়। এমতাবস্থায় অবিলম্বে গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধ, বন্দি ফিলিস্তিনিদের মুক্তি ও ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি প্রদান করা জরুরি। তিনি হামলা বন্ধ, বন্দি মুক্তি ও ফিলি্স্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসাবে জাতিসংঘ ও ও আই সিসহ বিশ্বের শান্তিকামী রাষ্ট্রসমূহের প্রতি উদাত্ত আহবান জানান।
রাজধানীর বাইরে চট্রগ্রাম, রাজশাহী, খুলনা বরিশাল, রংপু্, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, নওগাঁসহ সারা দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী পালিত হয় ।
বগুড়া : বগুড়ায় বিকেল ৩টায় শহরের বাণিজ্যিক এলাকা বড়গোলা থেকে মিছিল বের করে জামায়াত। পরে মিছিলটি দত্তবাড়ী গিয়ে শেষ হয়।
দত্তবাড়ী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম সরকার, অফিস সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ বেগ, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী, জামায়াত নেতা হেদাইতুল ইসলাম, আবু বকর, নজরুল ইসলাম, শাহীন মিয়া, শাহাদত হোসেন প্রমূখ।
ফেনী : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ফেনী শহরে বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। শহরের ট্রাংক রোডের খেজুর চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এসএসকে সড়কের ইসলামপুর রোডের মাথায় গিয়ে শেষ হয়। শহর আমীর মুফতি মাওলানা আবদুল হান্নান মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে ছাত্রশিবিরের শহর সেক্রেটারি মঈনুল ইসলাম যোবায়ের ও সাবেক শহর সভাপতি জামাল উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী : ফিলিস্তিনের গাজায় নৃশংস হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মহানগর জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে মহানগরীর রানী বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি মহানগরীর সাহেব বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হেতেমখাঁ চৌরাস্তায় এক সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন রাজশাহী মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আতাউর রহমান ও সিনিয়র সহকারী সেক্রেটারি ডাক্তার মুহাম্মাদ জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, মাহবুবুল আহসান, শ্রমিক নেতা সারওয়ার জাহান, প্রচার সেক্রেটারি শাহাদাত হোসাইন ও শিবির নগর সেক্রেটারি নাফিস রাইয়ান প্রমুখ।
নেতারা গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে বলেন, যদি হামলা বন্ধ করা না হয় তাহলে মুসলিম বিশ্ব তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশের মুসলিম সমাজকে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের সাহায্যে এগিয়ে আসারও আহ্বান জানান নেতারা।
ছাতক (সুনামগঞ্জ) : ফিলিস্তিনের গাজায় নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের বর্বর বিমান হামলার প্রতিবাদে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও পথসভা বৃহস্পতিবার বাদ জোহর স্থানীয় গোবিন্দগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি ট্রাফিক পয়েন্ট থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আকবর আলীর সভাপতিত্বে মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক হোসাইনুজ্জামান লিটন, অফিস সম্পাদক মিজানুর রহমান, ছাতক পূর্ব শিবিরের সভাপতি আব্দুল তাহিদ, সেক্রেটারি আনছার আলী, ছাতক দক্ষিণ শাখার সভাপতি ইমরুল হাসান, জামায়াত নেতা মুহিবুর রহমান, আতাউল মগনি, সালাহ উদ্দিন, মাওলানা মঈন উদ্দিন মুনির প্রমুখ।
মৌলভীবাজার : মৌলভীবাজারে দিল্লি রেষ্টুরেন্টের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে মৌলভীবাজার জেলা জামায়াত। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পশ্চিমবাজার পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন পৌর আমীর ইয়ামীর আলী, সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ, শহর সভাপতি মু. ফখরুল ইসলাম, মুর্শেদ আহমদ চৌধুরী, জামায়াত পৌর সেক্রেটারি আহমদ ফারুক, হাফেজ তাজুল ইসলাম প্রমুখ।
নওগাঁ : নওগাঁ জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি তাজের মোড় হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাক টার্মিনালে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশ নওগাঁ জেলা পূর্ব আমীর খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পূর্ব জামায়াতের সেক্রেটারি মহিউদ্দীন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম উদ্দিন, শিবির সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শহর জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক প্রমুখ।
টাঙ্গাইল : ফিলিস্তিনে বর্বর ইসরাইলি হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহর ও সদর উপজেলা শাখা যৌথভাবে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে টাঙ্গাইল প্লাজার সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ।

Comments