ইহুদিবাদী ইসরাইলের পুলিশ স্বীকার করেছে
ইহুদিবাদী ইসরাইলের পুলিশ স্বীকার করেছে, তিন ইসরাইলি কিশোর অপহরণ ও হত্যার ঘটনায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জড়িত ছিল না। এ ঘটনার অজুহাতেই মূলত অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন শুরু করে ইহুদিবাদী ইসরাইল। মানবতাবিরোধী এ আগ্রাসনের তিন সপ্তাহ পর এ কথা স্বীকার করল ইহুদিবাদী পুলিশ। ব্রিটেনের সরকারি অর্থে পরিচালিত সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইহুদিবাদী পুলিশের মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেন, ‘তিন ইহুদি কিশোরকে অপহরণের নির্দেশ হামাস দেয়নি। যারা এ তিন কিশোরকে হত্যা করেছে তাদের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই।’ তারা নিজেরাই এককভাবে এ কাজ করেছে বলে স্বীকার করেন মিকি রোজেনফিল্ড। গত ১২ জুন ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরাইলের তিন কিশোর নিখোঁজ হওয়ার সঙ্গে হামাস জড়িত বলে ব্যাপক অভিযোগ তোলা হয়েছিল। হামাস একাধিকবার সে অভিযোগ নাকচ করে দিয়েছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ আবু খাজির নামে ১৬ বছরের এক কিশোরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলিরা। এছাড়া হামাস সদস্য ও ফিলিস্তিনি সংসদের স্পিকারসহ ফিলিস্তিনি নাগরিকদের ব্যাপক ধরপাকড় এবং অপহরণও করছে ইহুদিবাদী সেনারা। ফিলিস্তিনি শিশুরাও এ গ্রেফতারের হাত থেকে রক্ষা পায়নি। সূত্র : ওয়েবসাইট। -
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ আবু খাজির নামে ১৬ বছরের এক কিশোরকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে ইহুদিবাদী ইসরাইলিরা। এছাড়া হামাস সদস্য ও ফিলিস্তিনি সংসদের স্পিকারসহ ফিলিস্তিনি নাগরিকদের ব্যাপক ধরপাকড় এবং অপহরণও করছে ইহুদিবাদী সেনারা। ফিলিস্তিনি শিশুরাও এ গ্রেফতারের হাত থেকে রক্ষা পায়নি। সূত্র : ওয়েবসাইট। -
Comments
Post a Comment