মেসির সাবেক শিক্ষিকা মনিকা ডোমিনা বললেন,



‘ম্যারাডোনার চেয়েও লম্বা হবে মেসি’

বয়সেই সাধারণত এই উচ্চতায় পেয়ে যায় কিশোরেরা।
মেসির সাবেক শিক্ষিকা মনিকা ডোমিনা বললেন, ‘আমার মনে আছে এ বাচ্চাটি এত ছোট ও এত লাজুক ছিল যে, তাকে জড়িয়ে ধরে লজ্জা ভাঙাতে হতো।’ অনেকগুলো মেডিকেল টেস্টের পর ডা. দিয়াগো সোয়র্জস্টেইন বুঝতে পারলেন যে তার মধ্যে গ্রোথ হরমোনের ঘাটতি রয়েছে। এটা এমন একটি পর্যায়ে ছিল যা মেসির ফুটবলার হওয়ার স্বপ্নের জন্য ঝুঁকিপূর্ণ। এ চিকিত্সকের চোখে সেই কিশোরের মুখ এখনো ভেসে ওঠে যে, কখনো হাল ছাড়েননি।
শারীরিক উচ্চতায় ম্যারাডোনার চেয়েও লম্বাই হয়েছেন মেসি। কিন্তু মাঠে আর্জেন্টিনা কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে পারবেন তিনি? ছবি: এএফপি। ডা. দিয়াগো সোয়র্জস্টেইন বললেন, ‘সে সব সময়ই জানতে চাইতো যে ফুটবল খেলোয়াড় হওয়ার মতো বড় হবে কি না। আমি তাকে বলতাম, সে ম্যারাডোনার চেয়েও লম্বা হবে।’
ডা. দিয়াগোর কথাই সত্যি হয়েছে। দামি হরমোন ইনজেকশন নিয়েছেন মেসি। প্রথমে বাবার বিমার টাকায়। পরে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার টাকায়, যে ক্লাবটিতে মেসি যোগ দিয়েছিলেন একজন টিনএজার হিসেবে। এখন তার উচ্চতা প্রায় ৫ ফুট ৬ ইঞ্চি, যা আরেক ফুটবল লিজেন্ড ম্যারাডোনার চেয়ে ২ ইঞ্চি বেশি।
--------------------------------------------------------------------------------------------

গোলের সংকেত দেবে ঘড়ি

অনলাইন ডেস্ক | আপডেট: ২০:০৭, জুন ০৭, ২০১৪

ব্রাজিল বিশ্বকাপে ঘড়ি দেবে গোলের সংকেত। ছবি: রয়টার্স২০১০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জার্মানি-ইংল্যান্ডের ম্যাচে ল্যাম্পার্ডের সেই শটটির কথা মনে আছে? টিভি রিপ্লেতে দেখা গেল, ল্যাম্পার্ডের শট ক্রসপিচে লেগে নিচে পড়ার পর গোললাইন অতিক্রম করেছে। কিন্তু রেফারির দৃষ্টিতে সেটি গোল নয়। এ ঘটনার পর ইংল্যান্ড কোচ ফ্যাবিও ক্যাপেলো বলেছিলেন, ‘রেফারি খুব বড় ভুল করেছেন।’ এবার অবশ্য রেফারির এমন ‘ভুল’ হওয়ার শঙ্কা কম। কেননা, ভুল কমিয়ে আনতে ফিফা এনেছে অভিনব ঘড়ি।
এবার অবশ্য অনেক ধরনের প্রযুক্তির সমাবেশ ঘটাচ্ছে ফিফা। এ ঘড়ি তারই একটি সংযোজন। গোললাইন প্রযুক্তি সরবরাহ করছে জার্মান প্রতিষ্ঠান ‘গোলকন্ট্রোল’। বল গোললাইন অতিক্রম করার এক সেকেন্ডের মধ্যেই রেফারিকে একটি সতর্কসংকেত বা ভাইব্রেশন অ্যালার্ট দেবে ঘড়িটি। ঘড়িতে ভেসে উঠবে ‘গোল’ শব্দটি। রয়টার্স।
-----------------------------------------------------------------------------------------------------------

আলোচিত দুই নারী ব্লগার

সিফাত লীনা সুলতানা | ৭ জুন ২০১৪, শনিবার, ১২:১৯ | মতামত: ১ টি
তথ্যপ্রযুক্তির বিশ্বে আমাদের চারপাশে রয়েছে অসংখ্য ব্লগার।  যারা ভার্চুয়াল জগতে লিখে খ্যাতি অর্জন করেছেন। তাদের অধিকাংশই পুরুষ ব্লগার। ব্লগ লেখালেখিতে নারীদের যাত্রা তুলনামূলক কম, তবে ব্লগিং-এ এখন থেমে নেই নারীরা। এগোতে শুরু করেছেন পুরুষের সমান তালে। প্রতি মাসে ব্লগ লিখে উপার্জন করছেন আমরা যা কল্পনা করতে পারি তার চেয়েও বেশি। নিজেই শুধু লিখছেন না, লেখাচ্ছেনও। অন্যর রুজি রোজগারেরও ব্যবস্থা করছেন। এ বিশ্বে রীতিমতো বেশ ক’জন নারী আছেন, যারা অত্যন্ত জনপ্রিয় ব্লগার। তাদের মধ্যে দুজনের ব্লগারের বিষয়ে কিছু তুলে ধরা হলো -
গিনা ট্রাপানি
lifehacker.com জনপ্রিয় ব্লগটির স্বত্বাধিকারী গিনা ট্রাপানি। বিশ্বের জনপ্রিয় ১০ নারী ব্লগারের মধ্যে গিনা ট্রাপানি একজন। তার ব্লগ থেকে মাসিক আয় প্রায় ১১০,০০০ ডলার। তার এই উপার্জন দেখেই আমরা অনুমান করতে পারি কতটা জনপ্রিয় এই ব্লগটি। তার রচিত লাইফহ্যাকার ব্লগটি মূলত কিভাবে নিজেকে আরও উন্নত করা যায় ও ব্যক্তিজীবনের নানা দিক নিয়ে সাজানো। তাছাড়া তথ্য প্রযুক্তি নিয়েও আর্টিকেল প্রকাশ করে নিয়মিত। বর্তমানে অ্যাালেক্সায় লাইফহ্যাকার ব্লগটির র‌্যাঙ্ক ১৯৪। ১৯৭৫-এর ১৯ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া গিনা ট্রাপানির ওয়েব ডেভেলপিং-এর পাশাপাশি  লেখালেখি করেন।
রিটা ম্যাকগ্রেথ
ritamcgrath.com/blog/   ব্লগটির স্বত্বাধিকারী রিটা ম্যাকগ্রেথ। ১৯৯৪ সাল থেকেই মার্কেটিং বিষয় নিয়ে লেখা এই ব্লগটি তুমুল জনপ্রিয়। শুরুর দিকে রিটা ম্যাকগ্রেথ ব্লগটি শুরু করেছিলেন নিজের ধ্যান-ধারণা, নিজের কথা লিখতেই। ব্লগ থেকে উপার্জন একেবারেই ছিল তার চিন্তাতীত। পরবর্তীকালে হার্ভার্ড বিশ্ববিদ্যালইয়ের নানা বিষয় নিয়ে লিখা শুরু করেন। ধীরে ধীরে সারা বিশ্বের ব্লগপ্রেমীদের নজর কাড়ে তার ব্লগটি। আর্থিক দিক দিয়েও তিনি লাভবান হতে শুরু করেন। অফিস খুলে বসেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতে রয়েছে তার অফিস।
শুরুর দিকে নিয়োগ দিয়েছিলেন কয়েকজন ব্লগারকে তাকে সহায়তা করার জন্য। কলম্বিয়ান বিজনেস স্কুল-এর এসোসিয়েট এই প্রফেসর রিটা ম্যাকগ্রেথ বিশ্বব্যাপী জনপ্রিয় মার্কেটিংয়ের ওপরে নতুন নতুন ধারণা দেয়ার জন্য। তাঁর সফলতার ঝুড়িতে রয়েছে অসংখ্য অ্যাওয়ার্ড । 

----------------------------------------------------------------------------------------------

মেসির নামে ৭০১টি কুকুর-বিড়াল

মানবজমিন ডেস্ক | ৭ জুন ২০১৪, শনিবার, ৯:২২
বার্সেলোনার জনপ্রিয় আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি এবারের ফুটবল বিশ্বকাপে নিজ দেশের হয়ে দুনিয়া কাঁপাবেন- এমন প্রত্যাশা ফুটবলপ্রেমীদের। আর্জেন্টিনার জার্সি গায়ে ফুটবল খেলতে নেমে বার্সেলোনার মেসিকে খুঁজে পাওয়া যায় না, এমন সমালোচনার জবাব এবার দেবেন মেসি- এমনটাই সবাই চান। মেসি তার নামের প্রতি সুবিচার করলে, সেটা দর্শকদের জন্য হবে বাড়তি পাওনা। যারা আর্জেন্টিনাকে সমর্থন করেন না, তারাও মেসির ছন্দময় ফুটবলের জাদুতে দুর্বল। যাই হোক। আসল প্রসঙ্গে ফেরা যাক। মজার ব্যাপার হলো, স্পেনের ক্যাটালোনিয়ার পোষা প্রাণীর মালিকেরা নিজেদের প্রিয় কুকুর বা বিড়ালটির নামকরণে মেসির নামকে প্রাধান্য দিচ্ছেন। ২০১৪ সালের শুরুতে নেপোলীয়নের নামে ১০২ এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নামে ৪৮টি কুকর-বিড়ালের নামকরণ করা হয়েছিল। জনপ্রিয় গায়িকা শাকিরার নামেও পোষা প্রাণীর নাম রাখা হয়েছে। কিন্তু, মেসি তাদের সবাইকে ছাপিয়ে গেছেন বিস্তর ব্যবধানে। মেসির নামে নামকরণ করা হয়েছে ৭০১টি বিড়াল ও কুকুরের। এ খবর দিয়েছে অনলাইন মিড-ডে। আরেক বিশ্ব কাঁপানো তারকা ফুটবলার রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নামে মাত্র ১০টি প্রাণীর নামকরণ করেছেন তাদের মনিবরা। ক্যাটালোনিয়ার পশুচিকিৎসক সংগঠন মজার এ পরিসংখ্যানটি দিয়েছে।
--------------------------------------------------

১৪ই অগাস্ট থেকে ঢাবিতে ভর্তি প্রক্রিয়া শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার | ২ জুন ২০১৪, সোমবার, ৯:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষা বর্ষের স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ১৪ই অগাস্ট থেকে শুরু হবে। আজ বিশ্ববিদ্যালয় সাধারণ ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। অনলাইনের মাধ্যমে প্রার্থীদের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৪ই অগাস্ট শুরু হয়ে ৩১শে অগাস্ট পর্যন্ত চলবে। এবার ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ই সেপ্টেম্বর, খ-ইউনিটের ১৯শে সেপ্টেম্বর, গ-ইউনিটের ৫ই সেপ্টেম্বর, ঘ-ইউনিটের ২৬শে সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। 
------------------------------------------------------------------------------------------------------------- 

যে বদঅভ্যাসগুলো না ছাড়লে দ্রুত বুড়ো হতে পারেন..

সিফাত লীনা সুলতানা | ৬ জুন ২০১৪, শুক্রবার, ১২:২৯ | মতামত: ১০ টি
কথায় আছে চুল পাকে বয়স হলে। আর অল্প বয়সে চুল পাকলে তো চিন্তার শেষ থাকেনা। মনে প্রশ্ন জাগে তাহলে কি বুড়ো হয়ে গেলাম!
শুধু মাত্র চুল পাকলেই মানুষ বৃদ্ধ হয়ে যায় না। বরং অনেক বদভ্যাস আছে যেগুলোতে আমরা অভ্যস্ত হয়ে পড়লে অনাকাঙ্খিত বার্ধক্যকে বরণ করা ছাড়া উপায় থাকেনা। নিচে তেমনি কয়েকটা বদঅভ্যাস তুলে ধরা হল যেগুলো আমাদের দ্রুত ত্যাগ করা উচিত।
১। রাত জাগা থেকে বিরত থাকুন। তরুণ ছাত্রছাত্রীদের এবং কম্পিউটার প্রোগ্রামারদের মধ্যে রাত জাগার প্রবণতা বেশী। আমাদের সবার উচিত রুটিন মাফিক প্রাত্যহিক কাজগুলো সেরে দ্রুত বিছানায় যাওয়া। বেশী রাত জাগার ফলে চোখের নিচে কালো দাগের ছোপ পড়তে পারে। এছাড়া অনেকেই আছেন চোখে সামান্য চুলকানির উদ্রেক হলেই চোখ চুলকাতে শুরু করে দেন। চোখ ডলা দেন বা ঘষা দেন। চর্মরোগ বিশেষজ্ঞদের দেয়া তথ্য অনুযায়ী চোখে ঘষলে চোখের নীচের চামড়া পাতলা হয়ে ঝুলে পরে। যা স্বভাবতই কম বয়সীদেরকে একটু বয়সী দেখায়।
২। ধূমপান ছাড়ুন। ধূমপানের ফলে যে মারাত্মক ক্ষতি আমাদের হয় তা সবারই জানা। এর বাইরেও আছে আরেকটি দিক। ধূমপান আমাদের শরীরের এনজাইম নষ্ট করে দেয়। ফলে দ্রুত বার্ধক্য চলে আসে।
৩। মেদ কমান। মিষ্টি জাতীয় খাবার গ্রহণে সতর্ক থাকুন। মেদ বেড়ে যাওয়ার পেছনে রয়েছে মিষ্টির ভূমিকা। মেদওয়ালা মানুষকে একটু বয়স্ক দেখায় এটাইতো স্বাভাবিক।
৪। কোমল পানীয় বেশী পান করা অনুচিত। স্ট্র দিয়ে কোমল পানিও পানে আপনার মুখের চারদিকে পড়তে পারে অহেতুক বলি রেখা। যা আপনাকে বয়স্ক দেখাবে।
৫। চকোলেট, ফাস্টফুড পরিহার করা উত্তম। নইলে এর বিরুপ প্রতিক্রিয়া পড়তে পারে আপনার শরীর ও ত্বকের উপরে।
সর্বোপরি মানসিক অশান্তি চাপ এর প্রভাব পড়ে আপনার শরীরের উপর। অল্পতেই মানসিক ভাবে ভেঙ্গে পড়া, সবকিছুকেই বেশী সিরিয়াস ভাবে নেয়া থেকে বিরত থাকতে হবে।
আমরা সবাই চাই চিরতরুণ থাকতে। বয়সের ভারে একসময় আমাদেরকে নুইয়ে পড়তে হলেও চেষ্টা করে যদি শরীর ও মনকে রাখা যায় তরুণ তাতেই বা প্রশান্তি কম কি!

Comments