ফ্রিল্যান্সিংয়ের আদ্যোপান্ত
পাঠকের মন্তব্য ( ২২ )
- kaisar hasan২০১৪-০৫-০২ ১২:৫৫ via computer১২খুবই ভাল আর্টিকেল।ওডেক্স, ইলেন্স ও ফ্রিল্যাসার খুবই বড় মার্কেট প্লেস এছাড়াও কিছু নতুন মার্কেট প্লেস আছে যেমন- একদমই নতুন একটি সাইট যাকিনা হয়তো বা দু- এক সপ্তাহের ভিতরে চালু করবে যেমন গেটফ্রিল্যাসার২৪ডটকম আর সুলতান ডিজাইন নামে একটি ডিজাইন কমপ্রিট্রিশন করার মত সাইট আছে যেখানে প্রতিযোগিতা অনেক কম সহজে কাজ পাওয়া যায়। এছাড়াও ইওয়ার্কসেলসডটকম নামে একটি সাইট আছে যেখান আপনি আপনার সকল ডিজিটাল পন্য বিক্রয় করতে পারেন। যেমন ইবুক, ওয়েব প্রেইজ ডিজাইন, এসসিও,সফটওয়্যার ও ডাটা এন্টির কাজ বিক্রয় ক্রয় করতে পারবেন
- Imtiaz Ibne Alam২০১৪-০৫-০২ ১৫:৪৩ via computer৪১oDesk is down for more than a year now. The company is recently sold to Elance. Freelancer.com is also passing a hard time. These marketplaces are always saying that you can earn as you wish. And, they also glorify how much work have been done -- showing some idiotic figures like $12345000000000000! But, sorry, most of the information you usually found there aren't true. Bangladeshi, Indian, and Pakistani freelancers have already ruined all of them. I've seen many freelancers who don't even know in what project they're applying and how much one such project worth. They just come up and bid as low as possible to get a job. These actions just brought a deep dissatisfaction from clients. As a result, nowadays good clients or buyers don't even bother to see a profile from our continents. They just mark our profiles as "inappropriate." Many of the good clients I worked with are long gone now. ......... I've been in this marketplaces for more than four years. And, I've watched how some good marketplaces turned to worse. So, before jumping into this profession, I would like to request you that plz plz plz become skilled first before applying. Bangladeshi freelancers have the most negative impression than any other country.
- Jahid H২০১৪-০৫-০২ ১৭:৫০ via computer১০ওডেস্ক ডাউন বলতে কি বোঝাতে চাইছেন বোঝা গেলনা। যদি রেট এর কথা বলে থাকেন তাহলে আমরা কিছুটা সমস্যা করে ফেলেছি কিন্তু মানসম্মত কাজের ডিমান্ড আগেও ছিল এখনো আছে। আর বাকি সব কথার সংগে সহমত।
- Imtiaz Ibne Alam২০১৪-০৫-০২ ২০:০২ via computer২০@Jahid, when I first joined oDesk back in 2011, I found some really good clients with ethical values. They provided the payment in accordance with the job value. I worked as a full-time employee @ $12/40 hours per week! Although I've been working in a really different field than any other freelancers from Bangladesh, but I'm very sorry to say that in oDesk, for the last one year, I didn't even find a client who wants to pay more than $5 per hour. But now, what I'm seeing is that freelancers from my country are working @ $0.1 dollar per hour on a regular basis. These people don't even know what they're doing. ......... This is nonsense!
- Arafat Jahan২০১৪-০৫-০৩ ০৬:২২ via computer৩০Bro Imtiaz i 100% Agree with you. And for our starting freelancer.. Pls pls pls... do not turn your future off for your yourself. I have working on odesk and elance from last 6 years. And was working with odesk from 2009. Now last 2 years i left odesk only for odesk have no such client. each and every elance worker are now odesk client, and mee too a buyer on odesk now. The fact is you guys first need to active the skill and understand the work demand. where a buyer give budget of $500 all Bangladeshi, pakistan, india people bid on $50 without knowing what need to do.. and the result is there skill developer cannot get the job as because they need min $800 to do that. After a while 1. the $50 bidder get the job 2. $50 bidder cannot delivery the task perfectly 3. The buyer think that the developer of this country have no skill and scam 4. Original skilled people when apply to same buyer > then buyer told that your guys have no skill and why you asking about $800 where i can get same at $50 from your country Guys i can bet and and show min 20 proof project where buyer have budget $500 and i got that job on ver budget $2000. Yes this is the demand of quality works and skill of good communications. SO I REQUEST ALL YOU GUYS: today you may get the job for $50, but when you become full freelancer professional that time you also suffer this, and cannot get the money you need . SO why you guys starting this???? where you guys are killing this good platform by yourself??? This this is the same thing where we buy a china product instead of japan like in $50 instead of $2000 and we all know that china one which is $50 have no quality. Our country people are much intelligent to give good quality thwn why you guys killing your own opportunities ???? If you have human brain then ask your self. You should understand what i'm exactly want to proof here. Thanks Arafat
- Seikh Sadi২০১৪-০৫-০২ ১৬:১১ via computer৫৬সময় নষ্ট না করে পড়ালেখায় মনোযোগ দিন। চাকুরী বা ব্যবসা আপনার হাতের মুঠোয়। অযথা নেটে ফ্রিল্যান্সিংয়ের এর নামে সময় নষ্ট করে ক্যারিয়ার নষ্ট করার কোন মানেই হয় না।
- Jahid H২০১৪-০৫-০২ ১৭:৫৯ via computer৬০ভাই একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে গেলেও ৫ বছর সময় দিতে হয় তারপর উপার্জনের চিন্তা করতে হয়। আর আমরা ২/৩ মাস ফেসবুকিং, ব্লগিং করেই মনে করি অনেক কিছু পারি এখন ইনকাম দরকার তারপর ডুল্যনসার টাইপের ফকটার পিছনে সময় নষ্ট করে ফ্রিল্যান্সিংকে গালি দেই। ভাই আগে কোন বিষয়ে দক্ষতা অর্জন করে ফ্রিল্যান্সিংয়ে আসেন তার পর নিজেই দেখবেন ক্যারিয়ার নষ্ট করলেন না গরলেন।
- মামুন ফকির২০১৪-০৫-০২ ১৯:২৮ via computer৬৩ক্যারিয়ার নষ্ট এটা কেমন কথা বললেন ? আপনি কি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানেন ? আপনার এই কমেন্ট আপনার চরম অজ্ঞতা প্রকাশ করে এটা কি আপনি বুঝতে পারছেন ? পড়ালেখা শেষ করে হন্যে হয়ে চাকরি খুজে, মাস শেষে ৬/৭ হাজার টাকা বেতনে অন্যের গোলামী না খেটে ফ্রিল্যান্সিং করা অনেক ভালো। ১ বছর ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট শিখে মাস শেষে প্রায় ৮০,০০০ টাকা ইনকাম করছি, এটা কম কথা না!!!
- Seikh Sadi২০১৪-০৫-০৩ ১১:৫৪ via computer১১ভাইয়েরা আমার, মাইন্ড কইরেন না। প্রায় ১৯৯৭-৯৮ সাল থেকে তথ্যপ্রযুক্তি/ ফ্রীল্যান্সিং ইত্যাদি ইত্যাদির জিগির দেখে আসছি। আমি এবং আমার বন্ধুদের বিভিন্নভাবে এসব কাজ করবার চেষ্টা এবং প্রক্রিয়া দেখে শুনে অভিজ্ঞতা থেকেই বলছি। বাংলাদেশের অর্থনীতিতে ফ্রিল্যান্সিং এর অবদান সম্পর্কে আমি সবার কাছে তথ্য চেয়েছি এবং নিজেও আতিপাতি করে খুজেছি। কিন্তু বিভিন্ন কোম্পানীর রেঙ্কিং জানা ছাড়া কোন পরিস্কার ডাটা না পাওয়া গেলেও এটা পরিস্কার যে তা কখনও বাংলাদেশের কৃষি খাত বা উতপাদন খাতকে ছুতেও পারবে না। ফ্রিল্যান্স শব্দটির মানে স্বাধীন পেশাজীবি হলেও এইসব ক্ষেত্রে এর প্র্যাকটিক্যাল মানে হচ্ছে যতটা সম্ভব সস্তায় কাজ করিয়ে নেয়া। অর্থাত ১০০ টাকার কাজ ২ টাকায় যে করতে পারবে। এটাও যে এক ধরণের শ্রম শোষণ তা একজন অর্থনীতিবিদ সহজেই বুঝবেন। মাল্টি লেভেল মার্কেটিং যে ভালো অর্থনীতির কোন অংশ নয় তা আজ থেকে দশ বছর আগেই অর্থনীিতির ছাত্ররা বলেছিলো- যা পরে প্রমাণ হয়েছে (যদিও তখন দ্রুত ইনকাম করা তরুণরা এটা মানতে পারছিলো না )। এই ফ্রিল্যান্সিং গুলোও যে ভালো অর্থনীতির অংশ নয় তাও এক সময় নিশ্চিত প্রমাণ হবে। দ্রুত ইনকাম করাটাই জীবনের মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়। দক্ষতার সর্বোত্তম ব্যবহার ই ভালো অর্থনীতির সূচক বলে প্রমাণিত।
- Sushanto Chandra Saha২০১৪-০৫-০২ ২২:৩৪ via computer৩০আমি একজন প্রতিবন্ধী। আমি এক হাতে কম্পিউটার ব্যাবহার করে থাকি এবং ঘরে বনে ফ্রিল্যান্সিং করি আমি মরে করি ফ্রিল্যান্সিং সবার প্রায়েজন । আমি ্ব্ব্ব।দেসক।চম SEO কাজ করে থাকি। আমাদের দেশের এই ফ্রিল্যান্সিং দিকে এগিয় নিতে হবে।
- masumborhan২০১৪-০৫-০২ ২৩:৪০ via computer২১ফ্রিল্যান্সিং এ আমাদের ভবিষ্যৎ খুব ই উজ্জ্বল। তবে শত্রু হিসাবে ভারত কিন্তু পিছে আছে।
- masumborhan২০১৪-০৫-০২ ২৩:৪২ via computer১২একটি ওয়ার্ড প্রেস ব্লগের জন্য ৩৫ থেকে ৪০ ড্লার পেইড করতে হবে, আপনাদের কারো কাছে নিজেদের একাউন্ট থেকে পেইড করার মত সিস্টেম থাকলে যোগা যোগ করবেন। পেইড করার জন্য আপনার লভ্যাংশ অবশ্যই পাবেন।
- Arifuzzaman২০১৪-০৫-০৩ ১০:৫৬ via computer০০Thanks Prothom Alo for publishing outsourcing information it will be helpful for our country
- Ohidun Nabi Tonoy২০১৪-০৫-০৩ ১১:৪২ via computer০০ভাল Training কথায় করব ???
- Aminur Rahman২০১৪-০৫-০৯ ১৩:০১ via computer০০এখানে করতে পারেন https://www.facebook.com/outsourcing2
- Suman Rahman২০১৪-০৫-০৪ ১২:২৬ via computer০০আমি ফ্রিল্যান্সার হতে চাই।আমার জব এর পাশাপাশি একাচ টা করতে চাই।ওপরের লেখা পড়ে মনে হচ্ছে আমার জন্য - সেলস ও মার্কেটিং টায় করা প্রয়োজন।কারন অনান্য কাজের অভিঙ্গতা আমার নেই।। অামি কিভাবে কাজ শুরু করবো, বাংলাদেশে এর জন্য আলাদা কোর্স আছে কি না, আর থাকলে তা কোথায়, আমাকে কি কেউ সাহায্য করতে পারেন??
- Sayyed Ahmed Badhon২০১৪-০৫-০৭ ১৭:১০ via computer০০আমার শুধু desktop pc র একটা ভাল আইপিএস দরকার পুরো দাম (আইপিএস+ব্যাটারি) কত হবে কেউ সঠিক ধারনা দিতে পারবেন ?
- Md.Shamim Islam Moonju২০১৪-০৫-০৯ ২০:৪০ via computer০০অনেক ধারণা পেলাম।সবাইকে ধন্যবাদ।
- milon২০১৪-০৫-১০ ০৯:২৯ via computer০০আমি ওয়েব ডেভেলপমেন্ট এর কাজ পারি । কিন্তু ওডেক্স কাজ পারিনা ।আমাকে হেলপ করবেন
- garden২০১৪-০৫-১২ ১৪:২৩ via computer০০Let me tell you something to all the people who have negative ideas about freelancing. I have been working in oDesk and eLance for one and a half year as a technology journalist, content writer and scientific research assistant. Within such a short period, I am earning $1150 per month. So, if you have the skill, you will definitely shine in this freelancing world. Do not blame the marketplace or client for your failure. If you do not work hard and enhance your skill, then you are responsible for your own failure.
- garden২০১৪-০৫-১২ ১৪:৩২ via computer০০I have seen people telling that there are no good clients on oDesk. I do not agree with this fact. I have seen one of my oDesk clients spend more than $50,000 within a year. However, getting jobs from such a valuable client is not an easy task. I had to appear an interview via Skype and prove my English skill and other expertise. Moreover, I had to perform a trial task. When my client got satisfied with my performance, he was more than happy to offer me the job permanently. Nine months have already been passed and he never makes any complaint about my work. We both are happy to work with each other.
- Md. Jabed Hossain২০১৪-০৫-১৯ ১৯:১৩ via computer০০আমার নাম মোঃ জাবেদ হোসাইন। আমি একটি বেসরকারী পলিটেকনিকে কম্পিউটার টেকনলজিতে শেষ বর্ষে অধ্যয়নরত আছি। ছোটবেলা থেকেই আউটসোর্সিং সম্পর্কে অনেক আগ্রহ ছিল যার অন্ত নেই। এখনও আছে। আমার কম্পিউটার স্কিল এতো ভালো না হলেও অফিস এ্যাপ্লিকেশস এবং গ্রাফিক্স ডিসাইন (এডবি ফটোসপ, ইলেস্ট্রাটর) মোটামুটি । আসলে আমি যতটুকু পারি সেটা আমার আগ্রহের কারনে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল নিজে স্বাবলম্বি হবো পূরণ করবো আমার প্রাণ প্রিয় মা-বাবার কাঙ্খিত স্বপ্ন । সত্যি কথা বলতে কি মাথার ভিতর সব সময় এগুলোই ঘুরপাক খায়। জীবনে ভালো কিছু করার লক্ষে ভর্তি হই ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে, নাহ!! এখানে দীর্ঘ প্রায় ৩.৫ বছর অতিবাহিত হয়ে গেলেও তেমন কিছু পাইনি বরং ভুগছি অনেক হতশায়। সকল পলিটেকনিকের শেষ ৬ মাস ইন্টার্নি করতে হয় নির্দিষ্ট কোন প্রোগ্রামের উপর (গ্রাফিক্স,ওয়েব ডেভেলপমেন্ট, সফট্ওয়্যার, নেটওয়ার্কিং, প্রোগ্রামিং ইত্যাদি)। কোন বিষয় কতটুকু করলে আমি ফ্রিল্যান্সার হিসাবে ভালো কিছু করতে পারবো???? অনেকে বলছে ওয়েব ডেভেলপমেন্ট করতে অবশ্য যারাঁ বলছেন তারাঁ কিন্তু কেউই ফ্রিল্যান্সিং করেন না। আমার চাওয়া হলো আপনারা যারাঁ ফ্রিল্যান্সিং এ অভিজ্ঞ তারাঁ যদি আমাকে একটু গাইডলাইন দেন অথবা পরামর্শ দেন তাহলে আামি উপকৃত ও বাধিত থাকবো এবং আমি আশাবাদী যে, এই প্ল্যাটফর্ম থেকে অনেক ভালো কিছু করতে পারবো।