অকাল মৃত্যুর ঝুঁকি
বেশি বেশি টিভি দেখলে অকাল মৃত্যুর ঝুঁকি রয়েছে বলে হুশিয়ার করেছেন গবেষকরা। তারা জানান, দিনে তিন-চার ঘণ্টা টিভি দেখা সত্যিই বিপজ্জনক। বেশিক্ষণ টেলিভিশন দেখলে উচ্চ রক্তচাপ, অতি স্থূলতা, ক্যানসার ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। এতে অকাল মৃত্যুর ঝুঁকিও বাড়ে। গবেষক দলের প্রধান ও স্পেনের পাম্পলোনায় অবস্থিত ইউনিভার্সিটি অব নাভারার পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান মিগুয়েল মার্টিনেজ-গঞ্জালেস বলেন, এ বিষয়ে এর আগেও আমরা একটি গবেষণা করেছিলাম। আগের গবেষণার ফলাফলের সঙ্গে এবারের গবেষণার ফলের সাদৃশ্য আছে। স্পেনের বিশ্ববিদ্যালয়ের ১৩ হাজার শিক্ষার্থীর ওপর প্রায় নয় বছর ধরে এ গবেষণা চালানো হয়েছে। এসব শিক্ষার্থীর গড় বয়স ৩৭ বছর। এর মধ্যে ৬০ শতাংশই নারী। মার্টিনেজ-গঞ্জালেস বলেন, আমাদের দীর্ঘক্ষণ বসে আরামে থাকা কমাতে হবে এবং এক থেকে দুই ঘণ্টার বেশি টেলিভিশন দেখা যাবে না।
Comments
Post a Comment