যে জন্য জরুরি :সকালের নাশতা
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের গবেষকেরা দুই দল মানুষের ওপর লাগাতার ছয় সপ্তাহ পরীক্ষা চালিয়ে সকালের নাশতা-সংক্রান্ত এই গবেষণা করেন। একদল যাঁরা নিয়মিত সকালে নাশতা করেন। আরেক দল যাঁরা নিয়মিত নাশতা করেন না। এতে দেখা যায়, নাশতা করা দলের সদস্যরা বেলা ১১টার মধ্যেই শরীরে প্রায় ৭০০ ক্যালরি শক্তির জোগান পান। অন্যদিকে, নাশতা না-করা দলের সদস্যরা দুপুর ১২টার মধ্যেও শরীরে অতিরিক্ত কোনো শক্তির জোগান পান না।
গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত হয়েছে। গবেষক দলটির প্রধান জেমস বেট বলেন, ‘আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুসন্ধান হলো—যাঁরা সকালে নাশতা করেন, তাঁরা বেশি ক্যালরি পোড়াতে সক্ষম।’
তিনি আরও বলেন, অনেক মানুষই ভাবেন খাদ্য গ্রহণ এবং পরিপাক ক্রিয়া বাড়ার কারণেই এটা হয়ে থাকে। কিন্তু আসলে এটা ঘটে শারীরিক সক্রিয়তার কারণে। সকালের নাশতা করা এবং তার পরবর্তী সময়টায় তাঁরা অনেক বেশি সক্রিয় থাকেন। খেলে মানুষজন হাঁটাচলা করেন, নড়াচড়া করেন আর এই শারীরিক সক্রিয়তা খুবই গুরুত্বপূর্ণ।
এ ছাড়াও এ গবেষণায় দেখা গেছে, যাঁরা সকালে নাশতা করেন দিন গড়াতে থাকলেও তাঁদের শরীরে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। অন্যদিকে, যাঁরা সকালের নাশতায় ফাঁকি দেন, দিনের শেষভাগে তাঁদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে থাকে। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সকালের নাশতা করাটা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন গবেষকেরা।
Comments
Post a Comment