জামায়াতকে জনগণ কেন ভোট দিয়েছে জানি না : ইনু

নয়া দিগন্ত অনলাইন
২০ ফেব্রুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ৩:০২
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জনগণ কোন হিসাবে বা কেন জামায়াতকে ভোট দিয়েছে তা আমার জানা নেই। জামায়াতকে বর্তমান সরকার জনবিচ্ছিন্ন দল হিসেবে আখ্যায়িত করতে চেয়েছে, তাহলে তারা কেমন করে ১৩ উপজেলায় বিজয়ী হলো সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় জাতীয় প্রেস কাবে কবি জীবন ইসলামের ‘ভাল আছি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
উপজেলা নির্বাচনে বিএনপিই বেশি পদে বিজয়ী হচ্ছে, তা কি প্রমাণ করে না যে সরকারের জনপ্রিয়তা কমছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, এটা ব্যাপক গবেষণার বিষয়। গবেষণা করে বলতে হবে।
উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোট জালিয়াতির যে অভিযোগ ছিল এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সব নির্বাচনেই কিছু না কিছু অভিযোগ থাকে

Comments