গোলাপগঞ্জে চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থীর জয়লাভ

গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা
২০ ফেব্রুয়ারি ২০১৪, বৃহস্পতিবার, ১২:১১
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াতে ইসলামী সমর্থিত ও নাগরিক কমিটি মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের আমির হাফিজ নজমুল ইসলাম চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী।
চেয়ারম্যান পদে হাফিজ নজমুল ইসলাম মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৪,৩৬৯ ভোট। অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২৩,৬০২ ভোট। চেয়ারম্যান পদে অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, লক্ষ্মণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান নছিরুল হক শাহিন হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১৪,৩৮৬ ভোট। উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি জিলাল উদ্দিন টেলিফোন প্রতীকে পেয়েছেন ১২,৯০৫ ভোট। জেলা ছাত্রদল সভাপতি এমরান আহমদ চৌধুরী কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ৮,২৯০ ভোট। উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আকবর আলী ফখর আনারস প্রতীকে পেয়েছেন ৪,১৭৭ ভোট। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান হুমায়ুন ইসলাম কামাল পেয়েছেন ৩,৩৮০ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নোমান উদ্দিন মুরাদ বই প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৪ হাজার ৩১৬ ভোট পান। এছাড়া উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনর রশীদ মামুন মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৯৩৬ ভোট। বুধবারী বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শরীফ উদ্দিন সরফ তালা প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৪৪৩ ভোট। জাতীয় পার্টি মনোনীত আনিসুজ্জামান পাবলু চশমা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬৯০ ভোট। আব্দুল হক বাবুল মিয়া উড়োজাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৯৩০ ভোট। শাহিন আহমদ পেয়েছেন ৩ হাজার ৩২২ ভোট। সুহেল বক্স জাহাজ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৫৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট শাহানা হোসাইন কলস প্রতীক নিয়ে ৬০ হাজার ৬৬৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নাজিরা বেগম শিলা। প্রজাপতি প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২২ হাজার ৭৪৭ ভোট।

Comments