সিলেট অফিস | ২৩ ফেব্রুয়ারি ২০১৪, রবিবার, ৯:১৭পদ্মা সেতু নির্মাণের জন্য আগামী বাজেটে ১৫০০ কোটি টাকা বরাদ্দ থাকছে
বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি গতকাল বিকালে সিলেট
কেন্দ্রীয় শহীদ মিনার সমপ্রসারণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ কথা
বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, দলীয় কোন্দল উপজেলা নির্বাচনে বাধা হয়ে
দাঁড়িয়েছিল। এ কারণে অনেক জায়গায় জয় ঘরে তোলা সম্ভব হয়নি। সিলেটের
গোলাপগঞ্জসহ দু’টি উপজেলায় জামায়াত সমর্থিত প্রার্থীর বিজয়ে হতাশা ব্যক্ত
করেন অর্থমন্ত্রী। এর আগে কাজের অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবগত করেন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন- সিলেট জেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও সিলেট মহানগর আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।
Comments
Post a Comment