মোবাইল ফোনে বিনা মূল্যে বেসিক ইন্টারনেট সেবা ব্যবহারের উদ্যোগ ইন্টারনেট ডট অর্গের আওতা বাড়ানোর পরিকল্পনা করেছে ফেসবুক।

ইন্টারনেট ডট অর্গইন্টারনেট ডট অর্গ ২৬ জুলাই ইন্টারনেট ডট অর্গ অ্যাপ চালুর বর্ষপূর্তি উপলক্ষে ফেসবুকের এক কর্মকর্তা একটি ব্লগ পোস্টে তাঁদের এ পরিকল্পনার কথা জানিয়েছেন। গত এক বছরে ১৭টি দেশে ইন্টারনেট ডট অর্গ প্রকল্পটি চালু করেছে ফেসবুক।
ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১২ মাসে ১৭টি দেশের এক ডজনেরও বেশি মোবাইল অপারেটরের সঙ্গে অন্তরঙ্গভাবে কাজ করেছি যাতে ইন্টারনেট সুবিধাবঞ্চিত মানুষকে ডেটা চার্জ ছাড়াই বেসিক ইন্টারনেট সেবা দেওয়া যায়। এখন ইন্টারনেট ডট অর্গ ১০০ কোটি মানুষের কাছে পৌঁছে গেছে। ইন্টারনেট ডট অর্গ দিয়ে বিনা খরচে বেসিক ইন্টারনেট সেবা দিয়ে মানুষকে ইন্টারনেটের আওতায় আনার ও ইন্টারনেটের মূল্য বোঝাবার যে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছিলাম তা সফল হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা একটি পোর্টাল চালু করবে যেখানে যেকোনো মোবাইল অপারেটর চাইলে ইন্টারনেট ডট অর্গ প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের সেবা দিতে পারবে। ফেসবুক বর্তমানে নির্দিষ্ট অপারেটরের সঙ্গে চুক্তি করে বিভিন্ন দেশে ইন্টারনেট ডট অর্গ চালু করছে। এই পোর্টালের মাধ্যমে যেকোনো অপারেটর এই সেবা চালু করতে পারবে।
ফেসবুক কর্তৃপক্ষ ব্লগ পোস্টে লিখেছে, আমরা দ্বিতীয় বছরে পা দিচ্ছি। আমাদের সহযোগীদের সঙ্গে কাজ করতে গিয়ে যা শিখেছি এবার তা প্রয়োগ করতে যাচ্ছি। আমাদের সেবার আওতা বাড়াতে আমরা এখন প্রস্তুত। আমরা যেকোনো মোবাইল অপারেটরের জন্য নতুন দেশে ইন্টারনেট ডট অর্গ সেবাটি সহজে দিতে প্রস্তুত। এ জন্য কারিগরি টুল সুবিধাসহ একটি পোর্টাল চালু করা হচ্ছে। (www.internet.org/operators) লিংক থেকে এই সেবা পাওয়া যাবে।
ভাইস প্রেসিডেন্ট অব প্রোডাক্ট ফর ইন্টারনেট ডট অর্গ ক্রিস ড্যানিয়েলস বলেন, গত বছর ৯০ লাখ মানুষকে অনলাইনে এনেছে ফেসবুকের এই উদ্যোগটি।
বিশ্বের ইন্টারনেট সুবিধাবঞ্চিত ৪৫০ কোটি মানুষকে ইন্টারনেট সুবিধা দিতে ছয়টি সহযোগী প্রতিষ্ঠান মিলে ইন্টারনেট ডট অর্গ উদ্যোগটি হাতে নেয় ফেসবুক। এর মাধ্যমে ফেসবুকসহ বেশ কিছু ওয়েবসাইট ডেটা চার্জ ছাড়া ব্রাউজ করার সুযোগ পান ব্যবহারকারী।
ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, বিনা মূল্যের বেসিক এই ইন্টারনেটের সেবা চালু করার পর থেকে ৫০ শতাংশ দ্রুত গতিতে নতুন ব্যবহারকারীকে ইন্টারনেটে আনা সম্ভব হয়েছে। যাঁরা ইন্টারনেট ডট অর্গ দিয়ে ইন্টারনেটের দুনিয়ায় এসেছেন তাঁদের অর্ধেকের বেশি মাত্র ৩০ দিনের মধ্যেই অর্থ খরচ করে ডেটা কিনতে শুরু করেন। এতে ইন্টারনেট ডট অর্গ শুধু মানুষকে ইন্টারনেটে আনার টুল হিসেবেই নয় বরং এটি মানুষকে ইন্টারনেটের মূল্য বোঝাতেও ব্যবহৃত হয়।
ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ডট অর্গে ডেভেলপারদের জন্যও তাদের সেবা তৈরি ও যুক্ত করার প্রক্রিয়াটি সহজ করা হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে-বেশি অপারেটর ও ডেভেলপারদের সমন্বয় করা যাতে আরও বেশি মানুষ ইন্টারনেটের আওতায় আসতে পারে

Comments